দেবিদ্বারে অটোরিকশা চালক আলাউদ্দিন হত্যাকাণ্ডে গ্রেফতার ৩

১ জানুয়ারি অটোরিকশাসহ নিখোঁজ হন আলাউদ্দিন। এরপর ১২ জানুয়ারি বিকেলে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকার বুড়ি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘাতকরা তাকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে কচুরিপানার নিচে লুকিয়ে রেখেছিল।

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
দেবিদ্বারে আলাউদ্দিন হত্যাকাণ্ডে গ্রেফতার তিন আসামি ও উদ্ধার হওয়া অটোরিকশা
দেবিদ্বারে আলাউদ্দিন হত্যাকাণ্ডে গ্রেফতার তিন আসামি ও উদ্ধার হওয়া অটোরিকশা |নয়া দিগন্ত

কুমিল্লার দেবিদ্বারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই ও অটোচালক আলাউদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে তাদের কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রাম ও কুমিল্লা জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া তিনজন হলেন— দেবিদ্বার উপজেলার ফুলতলি গ্রামের জুলফু মিয়ার ছেলে জামাল হোসেন, একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ মহসিন এবং কুমিল্লা নগরীর অশোকতলা এলাকার মাসুদ মিয়ার ছেলে মোহাম্মদ আরিফ হোসেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ১ জানুয়ারি অটোরিকশাসহ নিখোঁজ হন আলাউদ্দিন। এরপর ১২ জানুয়ারি বিকেলে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকার বুড়ি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘাতকরা তাকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে কচুরিপানার নিচে লুকিয়ে রেখেছিল।

এ ঘটনায় তদন্তে নেমে দেবিদ্বার থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত করে। এরপর চট্টগ্রামের বাকুলিয়া, কুমিল্লার চৌদ্দগ্রাম ও টমসমব্রিজ এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রাম থেকে উদ্ধার করা হয় ভিকটিমের ছিনতাই হওয়া অটোরিকশাটি।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া আসামিরা হত্যাকাণ্ডে জড়িত ও অটোরিকশা ছিনতাই‌য়ে জ‌ড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।