বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দিনভর বৃষ্টিতে রাজবাড়ী শহরে হাঁটু পানি উঠেছে। এদিকে ঝোড়ো বাতাসে পদ্মা নদী উত্তাল থাকায় লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (২৯ মে) রাজবাড়ী শহরে সকাল থেকে সারাদিন বৃষ্টি হয়।
জানা যায়, নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার দিনভর রাজবাড়ীতে বৃষ্টি হয়েছে। উত্তাল বাতাসে রাজবাড়ীর পদ্মা ও গড়াই নদী উত্তাল থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সারাদিন লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম বিপাকে পড়েছে। ফলে তারা পদ্মা পাড়ি দিতে অতিরিক্ত ভাড়ায় দীর্ঘক্ষণ অপেক্ষা করে ফেরিতে যাতায়াত করতে বাধ্য হয়।
এদিকে সারাক্ষণ বৃষ্টি থাকায় কামলা সংকটে চলতি মওসুমের বোরো ধান কাটাই-মাড়াই করতে কৃষকদের সমস্যা হচ্ছে। এতে অনেক ক্ষেতে আগে কেটে রাখা ধান তলিয়ে ও ভেসে গেছে। বৃষ্টির প্রভাবে শ্রমজীবী মানুষ বাইরে বের হয়ে কাজে যেতে না পারায় বেকার বসে খাদ্য সংকটে ভুগছে।
অতি বৃষ্টিতে রাজবাড়ীর বড় বাজারের বিভিন্ন রাস্তা তলিয়ে গেছে। আর ড্রেনেজ চালু না থাকায় শহরের চাল ও সবজি বাজার, গুড় ও ঝালাই পট্টি রোড হাঁটু পানিতে তলিয়ে গেছে। দুইদিন থাকবে ওই জলাবদ্ধতা। একান্ত প্রয়োজন ছাড়া সারাদিন কেউ ঘরের বাইরে বের হচ্ছে না।