ফরিদপুরে বিএনপির কর্মসূচিতে হামলার আশঙ্কায় ১৪৪ ধারা জারি

সোমবার (২৬ মে) সকাল থেকে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সারাদিনের জন্য ১৪৪ ধারা জারির আদেশ দেয়া হয়।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Alfadanga
সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি
সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি |নয়া দিগন্ত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চৌরাস্তায় বিএনপির দু’পক্ষের পাল্টাপাল্টি মানববন্ধন ও সমাবেশে হামলার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার (২৬ মে) সকাল থেকে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সারাদিনের জন্য ১৪৪ ধারা জারির আদেশ দেয়া হয়।

জানা গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে পুনর্বাসনের অভিযোগে আলফাডাঙ্গা চৌরাস্তায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির ডাক দেয় বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনুর সমর্থকরা। তবে এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়। সেখানে একইসময়ে পালটা সমাবেশ ডাকে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকেরা।

জানা গেছে, এর আগে গত রোববার আলফাডাঙ্গার বেজিডাঙ্গা গ্রামে সদর ইউনিয়ন বিএনপির এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। ওই সভায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মঞ্চে বসিয়ে মিটিং করার অভিযোগ এনে সোমবার সকালে উপজেলা চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচির ডাক দেয় অপর অংশ। এতে উভয় পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সোমবার সকালে মানববন্ধনে অংশ নিতে আলফাডাঙ্গার চৌরাস্তায় ঝুনু সমর্থকেরা জড়ো হতে থাকলে পুলিশ তাদের ১৪৪ ধারা জারির আদেশ রয়েছে জানিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। পরে তারা বাজারে সেতুর কাছে মানববন্ধন করে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন বলেন, কয়েকদিন আগে কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের এক নেতা। তিনি বিএনপিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন করছেন। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভের ডাক দেয়া হয়। তবে এতে বাঁধা দিলে আমরা অন্যস্থানে এ কর্মসূচি পালন করেছি।

এ বিষয়ে কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির বলেন, স্থানীয় বিএনপির উদ্যোগে চৌরাস্তায় সমাবেশ ডাকা হয়। পরে স্থানীয় প্রশাসন নিষেধাজ্ঞা জারি করলে কর্মসূচি স্থগিত করা হয়। তিনি খোশবুর রহমান খোকন বিএনপির কেউ নন বলেও দাবি করেন।

সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেল) ইমরুল হাসান বলেন, দু’গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান বলেন, দু’গ্রুপের সেখানে মানববন্ধন ও সভা আহ্বান করেছিল। এতে সেখানে হামলার আশঙ্কা ছিল। উদ্ভূত পরিস্থিতিতে শান্তিশৃঙ্খলা রক্ষায় সেখানে সকল প্রকার জনসমাগম নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার সারাদিন ১৪৪ ধারা বলবৎ থাকবে। এরপরে যদি আবারো এ ধরনের কোনো আশঙ্কা দেখা দেয় তাহলে ১৪৪ ধারা জারি করা হবে।