ত্রিশালে এলপি গ্যাসের বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ত্রিশালে এলপি গ্যাসের বাজার মনিটরিংয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যাবসায়ীরা দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ না করা এবং লাইসেন্স নবায়ন না করায় নয় হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

Location :

Trishal
ত্রিশালে এলপি গ্যাসের বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়
ত্রিশালে এলপি গ্যাসের বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায় |নয়া দিগন্ত

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

এলপি গ্যাসের বাজার মনিটরিংয়ে ময়মনসিংহের ত্রিশালে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় পাঁচটি মামলায় নয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (৫ জানুয়ারি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

তিনি জানান, ত্রিশালে এলপি গ্যাসের বাজার মনিটরিংয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যাবসায়ীরা দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ না করা এবং লাইসেন্স নবায়ন না করায় তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় পাঁচটি মামালায় নয় হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

এ সময় স্থানীয় লোকজনকে এলপিজির দাম সম্পর্কে অবহিত করা হয় এবং কেউ বেশি দাম চাইলে কিভাবে অভিযোগ দায়ের করবেন সে বিষয়ে অবহিত করা হয়। অভিযানে ত্রিশাল থানা পুলিশের একটি টিম সার্বিক কার্যক্রমে আইনানুগ সহযোগিতা করে।