৫ দফা দাবিতে খাগড়াছড়িতে জামায়াতের স্বারকলিপি

খাগড়াছড়িতে পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্বারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী।

রফিকুল ইসলাম রকি, খাগড়াছড়ি

Location :

Khagrachari
খাগড়াছড়িতে ডিসিকে জামায়াতের স্বারকলিপি প্রদান
খাগড়াছড়িতে ডিসিকে জামায়াতের স্বারকলিপি প্রদান |নয়া দিগন্ত

খাগড়াছড়িতে নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন এবং উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করাসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে স্বারকলিপি প্রদান করেছে জেলা জামায়াতে ইসলামী শাখা।

রোববার (১২ অক্টোবর) বেলা ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্মারকলিপি জমা দেন জামায়াত নেতারা। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করাসহ স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও জানানো হয় স্মারকলিপিতে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, খাগড়াছড়ি সংসদীয় আসনের এমপি প্রার্থী সুপ্রীম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মান্নান, জামায়াতের সদর উপজেলা আমির মো: ইলিয়াস, পানছড়ি উপজেলা আমির মো: জাকির হোসেনসহ জেলা-উপজেলা নেতারা।