বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা: শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় বোয়ালমারী স্টেডিয়াম মাঠে তার উপস্থিতিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রথম দলটির শীর্ষ নেতৃত্বের এ আগমন ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বাড়তি আলোচনার সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, জনসভাকে সফল করতে বোয়ালমারী উপজেলা ও পৌর জামায়াতসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মাঠপর্যায়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। পোস্টার, লিফলেট বিতরণ, প্রচার মাইকিংসহ নানা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জনসভার বার্তা পৌঁছে দেয়া হচ্ছে। জনসভাকে ঘিরে বোয়ালমারী ছাড়াও পার্শ্ববর্তী মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার মানুষের মাঝেও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
বোয়ালমারী উপজেলা জামায়াতের আমির হাফেজ বিল্লাল হোসাইন জানান, আমিরে জামায়াতের আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পাওয়া গেছে। শান্তিপূর্ণ পরিবেশে জনসভা সম্পন্ন করাই তাদের প্রধান লক্ষ্য। বোয়ালমারীর সর্বস্থরের জনগণকে প্রোগ্রাম সফল করার জন্য আহ্বান জানান তিনি।
একই বিষয়ে বোয়ালমারী পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান বলেন, বোয়ালমারীর রাজনৈতিক ইতিহাসে এটি একটি স্মরণীয় জনসভা হতে যাচ্ছে। বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ জনসভায় অংশ নেবেন, ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনে এই জনসভা ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশাবাদী।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় নেতার সরাসরি বক্তব্য শোনার সুযোগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও আগ্রহ রয়েছে। অনেকেই মনে করছেন, এ জনসভা শুধু রাজনৈতিক কর্মসূচিই নয়; বরং আসন্ন নির্বাচনী প্রেক্ষাপটে এলাকার রাজনৈতিক দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



