ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে ফেনীতে ছাত্র-জনতার বিক্ষোভ

হাদি আমাদের অনুপ্রেরণা। আওয়ামী লীগ নির্বাচনকে ঘিরে আবারো সক্রিয় হচ্ছে। সন্ত্রাসী কার্যক্রম করছে। আমরা চাই হাদি ভাই যেন আমাদের মাঝে ফিরে আসে। যারা গুলি করেছে তাদের বিচার চাই।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ |নয়া দিগন্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ মাগরিব ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ব্যানারে শহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন সেচ্ছাসেবী সংগঠক ওসমান গণি রাসেল, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাইমিন তাজিম, গণ অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব রেজাউল করিম সুজন, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আলী আহমেদ ফোরকান, জেলা ছাত্রশিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন আরাফাত ও ছাত্রশক্তির জেলা সংগঠক আব্দুল্লাহ আল মাহফুজ।

বক্তারা বলেন, তফসিল ঘোষণার ২৪ ঘণ্টা না যেতে আমরা গুলি দেখতে পেলাম। আমরা আমাদের জুলাইয়ের সাহসী যোদ্ধা ওসমান হাদির উপর গুলি করতে দেখলাম। অথচ আমাদের এটা দেখার কথা ছিল না। হাদি আমাদের অনুপ্রেরণা। আওয়ামী লীগ নির্বাচনকে ঘিরে আবারো সক্রিয় হচ্ছে। সন্ত্রাসী কার্যক্রম করছে। আমরা চাই হাদি ভাই যেন আমাদের মাঝে ফিরে আসে। যারা গুলি করেছে তাদের বিচার চাই।