পিরোজপুরের ভান্ডারিয়ায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও যুব ছাত্র নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির উদ্যোগে ভান্ডারিয়ার ঐতিহাসিক জিয়া মাঠে ওই ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।
আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদীর সভাপতিত্বে ও পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির সভাপতি আফজাল হোসাইন সোয়াইবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মো: নুরুল ইসলাম সাদ্দাম।
এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি জহিরুল হক, ভান্ডারিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আমির হোসেন খান, কাউখালী উপজেলার আমির মাওলানা নজরুল ইসলাম, নেছারাবাদ উপজেলা আমির মাওলানা আবুল কালাম আজাদ, ভান্ডারিয়া উপজেলা ইসলামী আন্দোলনের আমির বাদশা জোমাদ্দারসহ আরো অনেকে।
অনুষ্ঠানে ক্বিরাত পরিবেশন করেন শাইখ ক্বারী আহমাদ বিন ইউসূফ আল আযহারি (বাংলাদেশ), ক্বারী আহমাদ আল-জাওহারী (মিশর), ক্বারী মাহদী গুলাম নেযাদ (ইরান), ক্বারী নাযির আসগর (ফিলিপাইন) ও ক্বারী আনওয়ারুল হাসান শাহ বুখারী ক্বাদেরী (পাকিস্তান)।
এতে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় ইসলামী সঙ্গীতশিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান, গীতিকার ও সুরকার আবুল আলা মাসুম, শিল্পী মোমেন মুন্সী।
অনুষ্ঠানে হাজার হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ ও যুব ছাত্ররা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ও ডাকসু ভিপি সাদিক কায়েম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
তারা বলেন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ:) একজন দেশপ্রেমিক আলেমে দ্বীন ও জাতীয় নেতা ছিলেন। তার অবদান বলে শেষ করা যাবে না।
পরে শহীদ আল্লামা সাঈদীসহ জুলাই আন্দোলনে সকল শহীদের জন্য সকলের কাছে দোয়া চান তারা।



