নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দেলোয়ারা বেগম দুলালী (৬৬) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রাম জুম্মাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা ওই গ্রামের জেমসের আলীর স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় দুলালী বেগম বাড়ির আঙ্গিনা ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় কে বা কারা তার বাড়িতে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে। প্রতিবেশী এক নারী তার বাড়িতে এসে দুলালীর গলাকাটা নিথর দেহ পড়ে থাকা দেখে চিৎকার দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠায়।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানায়, পুলিশ ঘটনার মোটিভ জানার চেষ্টা করছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



