জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আপনারা দেখেছেন, লাশের ওপর দিয়ে এই আওয়ামী ফ্যাসিবাদ আবারো রাজনীতি করার চেষ্টা করেছে। দল-মত নির্বিশেষে আমাদেরকে ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান নিতে হবে।’
বুধবার (২৩ জুলাই) চাঁদপুর বাসস্ট্যান্ডে এনসিপির পথসভায় বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি। এদিন এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে চাঁদপুরে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, শোক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর সার্কিট হাউস কনফারেন্স রুমে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও বাসস্টেশনে পথসভা আয়োজন করা হয়।
হাসনাত আবদুল্লাহ, ‘ঢাকায় মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত গভীর শোক ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। অত্যন্ত দুঃখজনক বিষয়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাও আগের মতো, আমাদের আইনশৃঙ্খলা ব্যবস্থাও আগের মতো।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের চ্যাপ্টার তো আমরা ক্লোজ করেছি, ভবিষ্যতে উত্থানের যেকোনো সম্ভাবনাকে আমরা একদম নাই করে দেবো। এ জন্য আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা একসাথে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব। যে বাংলাদেশের রাস্তায় বের হলে দুর্ঘটনার সম্ভাবনা থাকবে না। যে বাংলাদেশে সুচিকিৎসার নিশ্চয়তা থাকবে। যে বাংলাদেশে আপনার বাচ্চাকে স্কুলে পাঠালে ভবন ভেঙে পড়বে, আকাশ থেকে বিমান ভেঙে পড়বে, এই ধরনের রাষ্ট্রব্যবস্থা আমরা চাই না।’
পথসভায় আরো বক্তব্য রাখেন এনসিপির প্রধান মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ মিরাজ মিয়া।
সারজিস আলম বলেন, ‘শুধু স্মরণ নয়, শহীদদের স্বপ্ন পূরণে আমাদের শপথ নিতে হবে। ফ্যাসিবাদী সরকারের অবসান ঘটিয়ে আমরা নতুন রাষ্ট্র গঠনে অঙ্গীকারাবদ্ধ। নতুন আরেক জুলাই এসেছে। কিন্তু কোনো দৃশ্যমান বিচার লক্ষ্য করা যায়নি। জুলাই ঘটনার জন্য দায়ী খুনি হাসিনাসহ জড়িত সকলের বিচার করতে হবে। অন্তর্বর্তী সরকার কোনো ধরনের বিচার না করে অন্য কোনো কিছু চিন্তা না করার জোর দাবি জানাচ্ছি।’
কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মো: মাহাবুব আলমের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলার প্রধান সমন্বয়ক মো: মাহাবুব আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ইশরাত জাহান বিন্দু, প্রধান সমন্বয়কারী সদর উপজেলা যুগ্ম সমন্বয়কারী তামিম খান।
অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টি যুগ্ম সমন্বয়কারী মুফতি মাহমুদ হাসান।
এনসিপির দেশব্যাপী জুলাই আবারো চাঁদপুর থেকে পদযাত্রা শুরু করেছে। পথসভা শেষে মাইলস্টোন কলেজে আহত ও নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং চব্বিশের আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ করা হয়।