মেহেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মেহেরপুর প্রতিনিধি

Location :

Meherpur Sadar
মেহেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
মেহেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার |ছবি : নয়া দিগন্ত

মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চাঁদবিল মোড়ে একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোরশেদ শোভন ও জয় খান। নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

এছাড়াও তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা একটি মামলা চলমান রয়েছে।

শোভন মেহেরপুর পৌর এলাকার ক্যাশব পাড়ার আব্দুল মান্নানের ছেলে এবং জয় খান স্টেডিয়াম পাড়ার সবুজের ছেলে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবা উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।