টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাঁটু পানি

‘সোনাপাহাড় এলাকায় সড়কে পানি উঠায় যানবাহনগুলো একটু ধীর গতিতে চলছে। পানি নেমে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাঁটু পানি
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাঁটু পানি |নয়া দিগন্ত

টানা চার দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক জমেছে হাঁটু পানি। এতে সড়কে সৃষ্টি হয়েছে যানজটের। ফলে বিপাকে পড়েছেন চলাচলরত যাত্রীসহ পরিবহন শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকার সড়কের চট্টগ্রামমুখী লেনে পানিতে থই থই করতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকার চট্টগ্রামমুখী লেনে আরশিনগর ফিউচার পার্ক থেকে জোরারগঞ্জ রাস্তার মাথা পর্যন্ত প্রায় প্রায় দেড় কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে। সেখানে জমা প্রায় হাঁটুপানিতে যানবাহনগুলো চলছে ধীরগতিতে। এতে সড়কে সৃষ্টি হয়েছে যানজটের। এদিকে পানি জমায় সড়কের পাশে খেলা করছে স্থানীয় শিশু-কিশোররা।

স্থানীয় শাখাওয়াত হোসেন বলেন, ‘অপরিকল্পিতভাবে কৃষি জমিতে শিল্পকারখানা গড়ে উঠায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। তাই একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। টানা চার দিনের ভারি বৃষ্টিতে পাহাড়ি ঢলের সৃষ্টি হয়েছে। পাহাড়ি ঢলের পানি যেতে না পারায় মহাসড়কে এ পানি উঠেছে।’

চট্টগ্রামমুখী চয়েস পরিবহন সার্ভিসের জাকির হোসেন বলেন, ‘সোনাপাহাড় এলাকায় ডুবে থাকা সড়ক পাড়ি দিয়ে মিরসরাই এসে পৌঁছাতে ২০ মিনিটের রাস্তা প্রায় ১ ঘণ্টা লেগেছে।’

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সোনাপাহাড় এলাকায় সড়কে পানি উঠায় যানবাহনগুলো একটু ধীর গতিতে চলছে। পানি নেমে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’