ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করা বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে চতুর্থ দিনে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে মুহাম্মদ মোর্শেদ আলম নিজেই তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টের মাধ্যমে মনোনয়ন বৈধ হওয়ার তথ্যটি নিশ্চিত করেন।
মোর্শেদ আলম তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আলহামদুলিল্লাহ, মনোনয়ন ফিরে পাওয়া আমার ব্যক্তিগত সাফল্য নয় এটি ভালুকার আপামর জনতার বিশ্বাস, ভালোবাসা ও ন্যায়ের প্রতি আস্থার বিজয়। এলাকার মানুষের দোয়া, সমর্থন ও উৎসাহ আমাকে আরো দায়িত্বশীল করে তুলেছে। আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ জনগণের অধিকার রক্ষা, উন্নয়ন ও ন্যায়বিচারের পক্ষে অবিচল থেকে কাজ করে যাবো। সাধারণ মানুষের শক্তিতেই আমি এগিয়ে যাবো।’
উল্লেখ্য, এ আসনে ছয়জন প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ সময় এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসঙ্গতি পাওয়ার অভিযোগে মুহাম্মদ মোর্শেদ আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।



