বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, হাজারো ছাত্র-জনতার জীবন,পঙ্গুত্ব ও আহতের বিনিয়ময়ে জুলাই-২৪-এ ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয় অর্জিত হয়েছে। যে চেতনা নিয়ে দেশের মানুষ গণঅভ্যুত্থান ঘটিয়েছে, সেই চেতনাকে বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে। এই চেতনাকে ভবিষ্যতে কেউ যদি বিক্রির চেষ্টা করে তাহলে তার পরিণতি হবে শেখ হাসিনার মতো। সুতরাং সময় থাকতে সাবধান হতে হবে।
রোববার (৬ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লি থানা জামায়াত আয়োজিত ভোটকেন্দ্র কমিটির সদস্যদের প্রশিক্ষণ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেলাওয়ার হোসেন বলেন, ‘বিগত ১৫ বছরে যেমন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে। দেশটাকে তারা নিজেদের পৈত্রিক সম্পত্তি মনে করেছে। তারা ভুলেই গিয়েছিল যে, এ দেশে আওয়ামী লীগ ব্যতীত আরো কোনো বিরোধী দল রয়েছে। অবশেষে আল্লাহর রহমতে এদেশের আপামর ছাত্র-জনতা স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ঘটিয়েছে। তার পতন এমন ভাবে হয়েছে যে, লুকিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কারণ তারা মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করেছিল।’
আসন্ন নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি আমরা বলেছি এই নির্বাচন যেন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়। গ্রহণযোগ্য পরিবেশ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বন্দোবস্ত তৈরি, জুলাই সনদ তৈরি করতে হবে। সেইসাথে নির্বাচনের আগে দেশবাসির কাঙ্ক্ষিত সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে হবে।’
দেলাওয়ার হোসেন বলেন, ‘শুধু একটি সরকারের পতন ঘটিয়ে আরেকটি সরকারকে ক্ষমতার মসনদে বসাবে সে জন্য এই আন্দোলন হয়নি। এ আন্দোলন হয়েছিল দীর্ঘ ১৫ বছর যেভাবে ফ্যাসিবাদি শাসন চলছিল, রাজনৈতিক দুরাবস্থা চলছিল, রাষ্টের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে একের পর এক যেভাবে ধ্বংস করে তাদের দলীয় কার্যালয়ে পরিণত করেছিল। দেশের অর্থনীতি যেভাবে ধ্বংস করা হয়েছিল, প্রত্যেকটা বাহিনীকে তারা যেভাবে দলীয় ক্যাডারে পরিণত করেছিল, এগুলো থেকে দেশকে মুক্ত করে নতুন বাংলাদেশ গড়া করার লক্ষ্যে।’
নেতাকর্মীদের সজাগ থাকার আহ্ববান জানিয়ে জামায়য়াতের এ নেতা বলেন, ‘যারা জুলাই আন্দোলনের শুরুতে বলেছিলেন, এই আন্দোলনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তারাই এখন আবার আন্দোলনের ক্রেডিট নেয়ার জন্য গলাবজি করছেন। তারাই জুলাই আন্দোলন ছিনতাইয়ের চেষ্টা করছেন। তাদের ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। যেন এই আন্দোলন বেহাত না হয়ে যায়।’
ভূল্লি থানা আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষন প্রোগ্রামে বিশষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ, ঠাকুরগাঁও শহর আমির অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান শাহ্ শামীম। প্রশিক্ষণ প্রোগ্রামের আগে দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর ও ভূল্লি বাজার এলাকায় গণসংযোগ করেন।