মেহেরপুরে বিদুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

পাশের বাড়ির বিদ্যুতের তার বাইসাইকেলের সাথে জড়িয়ে ছিলো। বাইসাইকেল নিতে গেলে স্বামী গোলাম কিবরিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্ত্রী রিনা খাতুন তাকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুৎস্পৃষ্ট হন।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Gangni
মেহেরপুরে বিদুৎস্পৃষ্টে স্বামীও স্ত্রীর মৃত্যু
মেহেরপুরে বিদুৎস্পৃষ্টে স্বামীও স্ত্রীর মৃত্যু |নয়া দিগন্ত

মেহেরপুরের গাংনী চৌগাছা গ্রামে বিদুৎস্পৃষ্ট হয়ে স্বামী গোলাম কিবরিয়া(৫৫) ও তার স্ত্রী রিনা খাতুন মারা গেছেন।

সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে তাদের নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পাশের বাড়ির বিদ্যুতের তার বাইসাইকেলের সাথে জড়িয়ে ছিলো। বাইসাইকেল নিতে গেলে স্বামী গোলাম কিবরিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্ত্রী রিনা খাতুন তাকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের দুজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।