বগুড়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের সাপের বিষ (কোবরা ভেনম) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের ঠনঠনিয়া মন্ডলপাড়ার বাসিন্দা মৃত আব্দুল মজিদের ছেলে এস এম এ ফেরদৌস (৭৪) ফ্রান্স থেকে অবৈধভাবে আনা সাপের বিষ নিজ হেফাজতে রেখে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন- এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার শহরের ঠনঠনিয়া মন্ডলপাড়া শহীদনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে এবং তার সহযোগী সদরের গোহাইল রোড সূত্রাপুর এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলেকে (৫৫) আটক করা হয়। তাদের হেফাজত থেকে একটি বড় কাগজের কার্টনে রাখা পাঁচটি কাচের পাত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে আমদানিনিষিদ্ধ সাপের বিষ চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে বিক্রি করে আসছিল।
উল্লেখ্য, গ্রেফতারকৃত এস এম এ ফেরদৌসের বিরুদ্ধে একটি সিআর মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।