বরিশালের মুলাদী উপজেলায় মুলাদী সরকারি কলেজে ছাত্রশিবিরের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মুলাদী কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে মিছিল শেষ হয়। এ সময় মুলাদী উপজেলার সড়কগুলো ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘শিক্ষাঙ্গনে সন্ত্রাসী, সইবে না আর শিক্ষার্থী’, ‘হাটবাজারে চাঁদাবাজি, সইবে না আর মুলাদীবাসী‘সহ নানা শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে মুলাদী উপজেলার সড়কগুলো। বিক্ষোভ মিছিলে মুলাদী উপজেলার সকল পর্যায়ের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মুলাদি সরকারি কলেজের শিবির সভাপতি আব্দুল্লাহ ইসলাম সৌরভের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা শিবিরের সভাপতি আকবর হোসেন। এ সময় বক্তব্য রাখেন বরিশাল জেলা শিবিরের সেক্রেটারি সাইয়্যেদ হোসেন, বরিশাল জেলা শিবিরের বায়তুলমাল সম্পাদক আরিফ হোসেন, জেলা সাহিত্যবিষয়য়ক ও অফিস সম্পাদক মো: শাহাদাত হোসেন, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো: জামাল হোসেন, মুলাদী উপজেলা শিবিরের বাইতুলমাল সম্পাদক আব্দুল্লাহ ইসলাম জিহাদ ও মুলাদী পৌরসভা শিবিরের সভাপতি আহনাফ রহমান ভূঁইয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘প্রকাশ্য দিবালোকে পুলিশের উপস্থিতিতে এ ধরনের ন্যক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক। শিক্ষা সন্ত্রাস এক সাথে চলে না। আমরা অবিলম্বে এ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। একইসাথে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’
এর আগে গত ১১ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে আগামী ২৩ সেপ্টেম্বর মুলাদী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষকদের সাথে মতবিনিময়ের জন্য কলেজ গেটে পৌঁছায়। এ সময় মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহমেদ বেল্লাল, কলেজ সভাপতি রিফাত মল্লিক ও কলেজ সেক্রেটারি কাওছার হোসেনের নেতৃত্বে হামলা চালানো হয়। হামলায় মুলাদী উপজেলা শিবিরের সভাপতি মো: হামিম, ছাত্র প্রতিনিধি বায়েজিদ হোসেন, সারাফাত সরদার, শিবিরের কলেজ সেক্রেটারি মো: মান্না ও শিবিরের দাওয়া সম্পাদক মো: রাকিব হোসেনসহ ১৫ জন গুরুতর আহত হন। পরে আহতদের মুলাদী সরকারি হাসপাতালে ভর্তি করা হলে পাঁচজনের অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ উপস্থিত হলে তাদের সামনেই যুবদল সভাপতি রফিক ঢালীর নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নৃশংস হামলা চালায়। এতে গুরুতরভাবে আহত হন অনেক নেতাকর্মী।