ময়মনসিংহে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) সিপিএসসির অভিযানে ৪১০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেটসহ সাহাদুল ইসলাম কালু (২৫) নামে এক মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৩১আগস্ট) দুপুরে র্যাব-১৪-এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সামসুজ্জামান জানান, গ্রেফতার সাহাদুল ইসলাম কালুকে (২৫) ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে শনিবার দিবাগত রাত ১টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন খাগডহর ঘুন্টি এলাকাকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে খাগডহর ঈদগাহ মাঠের পশ্চিম পাশে মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালায় র্যাব সদস্যরা।
এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও অপর কারবারি সাহাদুল ইসলাম কালু নামের একজনকে আটক করা হয়।
গ্রেফতার সাহাদুল ইসলাম কালুর স্বীকারোক্তির ভিত্তিতে ঘটনাস্থল থেকে ৪১০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট এবং তিন হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।
তিনি আরো জানান, উদ্ধার করা মাদক ট্যাবলেট পলাতক আসামি মো: খোকন (২৫)-এর। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৪১ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।