পলাশবাড়ীতে নালা থেকে কৃষকের লাশ উদ্ধার

নালার পানির কচুরিপানা থেকে আব্দুল গোফ্ফার সরদার (৫৫) নামে নিখোঁজ এক কৃষকের বিবস্ত্র-ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

সৈয়দ রোকনুজ্জামান, গাইবান্ধা

Location :

Gaibandha
নালা থেকে কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ
নালা থেকে কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ |প্রতীকী ছবি

গাইবান্ধার পলাশবাড়ীতে নালার পানির কচুরিপানা থেকে আব্দুল গোফ্ফার সরদার (৫৫) নামে নিখোঁজ এক কৃষকের বিবস্ত্র-ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মানিয়ানদহ ভেগীর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুল গোফ্ফার পবনাপুর ইউনিয়নের বুজরুক বরকতপুর গ্রামের মরহুম কপিল উদ্দিন সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন আব্দুল গোফ্ফার। গভীর রাত পর্যন্ত পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। সকালে তারা বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভেগীর ব্রিজ এলাকায় নালার পানির কচুরিপানায় আব্দুল গোফ্ফারের লাশ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশের তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিবস্ত্র ভাসমান অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন আসলে জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Topics