নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ৬

নিহতদের মধ্যে পাঁচজন নারী এবং একজন পুরুষ। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Baraigram
ট্রাকের সাথে সংঘর্ষে মাইক্রোবাসটি একেবারে দুমড়ে-মুচড়ে গেছে
ট্রাকের সাথে সংঘর্ষে মাইক্রোবাসটি একেবারে দুমড়ে-মুচড়ে গেছে |সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের সকলেই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিরামপুর আইড়মারী ব্রিজ এলাকায় বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজন নারী এবং একজন পুরুষ। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে বরাইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, নাটোর থেকে ঢাকাগামী মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

এছাড়া চালকসহ আহত দু’জনকে স্থানীয় হাসপাতালে নিলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। আহত চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওসি গোলাম সারোয়ার।

সূত্র : ইউএনবি