গাজীপুরে কুপিয়ে ও দু’পা কেটে কৃষককে হত্যা

পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও দুই পা কেটে দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন করে হত্যার পর লাশ ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
নয়া দিগন্ত

গাজীপুরের কালীগঞ্জে দুই পা কেটে ও কুপিয়ে এক কৃষককে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার নাগরী ইউনিয়নের পারাবর্তা এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার রাতে পুলিশ ওই এলাকার বনভূমি থেকে নিহতের লাশ উদ্ধার করে।

নিহত মনির মোল্লা (৫২) স্থানীয় পারাবর্তা এলাকার মরহুম হাশেম মোল্লার ছেলে বলে জানা গেছে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম ও স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ উপজেলার পারাবর্তা এলাকার থাকা বন বিভাগের খোলা জায়গায় স্থানীয় কৃষক মনির মোল্লার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের দুই পা ধারালো অস্ত্র দিয়ে কেটে দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এছাড়া তার শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানোর চিহ্ন রয়েছে।

পুলিশ কর্মকর্তা আরো জানান, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও দুই পা কেটে দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন করে হত্যার পর লাশ ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে এ পর্যন্ত আটক করা সম্ভব হয়নি।