খুলনায় ইউপি সদস্যকে হত্যার মামলায় আটক ২

গ্রেফতার ব্যক্তিরা হলেন দেলুটির শাহাবুদ্দীন সরদারের ছেলে সিপার সরদার (৩৫) ও আব্দুল মোমিন গাজীর ছেলে রবিউল ইসলাম (৪৪)।

শেখ দীন মাহমুদ, পাইকগাছা (খুলনা)

Location :

Paikgachha
ইউপি সদস্য স্বপন বিশ্বাস
ইউপি সদস্য স্বপন বিশ্বাস |নয়া দিগন্ত

খুলনার পাইকগাছায় সাবেক ইউপি সদস্য স্বপন বিশ্বাসকে হত্যা মামলার আট মাস পর সন্দেহভাজন দুই আসামিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) সকালে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার উপজেলার দেলুটি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন দেলুটির শাহাবুদ্দীন সরদারের ছেলে সিপার সরদার (৩৫) ও আব্দুল মোমিন গাজীর ছেলে রবিউল ইসলাম (৪৪)।

এর আগে গত ২০২৪ সালের ৮ আগস্ট রাতে দেলুটির সাবেক ইউপি সদস্য স্বপন কুমার বিশ্বাসকে (৬৪) হত্যা করে দুর্বৃত্তরা। পর দিন অর্থাৎ ৯ আগস্ট তার বসতবাড়ির পাশে নদীর চর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় তার মেয়ে তমা বিশ্বাস অজ্ঞাত আসামি করে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই বাবলা জানান, সাবেক ইউপি সদস্য স্বপন বিশ্বাস হত্যা মামলায় জড়িত সন্দেহভাজন দুই আসামিকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।