ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল মালেক চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম-৫ আসনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মুবিন ও উপজেলা নির্বাচন অফিসার চসিক বায়েজিদ ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডের সহকারী রিটার্নিং অফিসার অরুন উদয় ত্রিপুরার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সহ-সভাপতি হাটহাজারী উপজেলা সাবেক আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম, হাটহাজারী পৌরসভা আমির মাস্টার মাহমুদুল করিম, পৌরসভা যুব বিভাগের সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক আসলাম মোরশেদ, ধলই ইউনিয়ন সেক্রেটারি মো: সেলিম উদ্দিন চৌধুরী, লাঙ্গলমোড়া ইউনিয়ন সেক্রেটারি রফিকুল ইসলাম, জামায়াত নেতা কাজী শফিউল্লাহ, ইয়াকুব আলী ও মাসুদ জিলানীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



