কাপাসিয়ায় জামায়াতের টিউবওয়েল বিতরণ

৯ অসচ্ছল পরিবার পেলো সুপেয় নিরাপদ পানির নিশ্চিয়তা

সুপেয় ও নিরাপদ পানি নিশ্চিত করতে কাপাসিয়ার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ৯টি টিউবওয়েল বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
কাপাসিয়ায় জামায়াতের টিউবওয়েল বিতরণ
কাপাসিয়ায় জামায়াতের টিউবওয়েল বিতরণ |নয়া দিগন্ত

সুপেয় ও নিরাপদ পানি নিশ্চিত করতে কাপাসিয়ার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ৯টি টিউবওয়েল বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। টিউবওয়েলের স্থাপন ও চারপাশ পাকা করার সমস্ত খরচ বহন করেছে জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখা।

শনিবার (১ নভেম্বর) বিকেল ৩টার দিকে রায়েদ ইউনিয়নের আমরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এসব টিউবওয়েল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিউবওয়েল বিতরণ করেন গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী।

বেলাশী গ্রামের সাজেদা খাতুন বলেন, ‘আমরা দীর্ঘদিন কোয়া থেকে পানি তুলে খেয়েছি। আজ টিউবওয়েল পেয়ে অত্যন্ত আনন্দিত। এখন থেকে কলের পানি খেতে পারবো। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের জন্য এটি ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি।’

টিউবওয়েল বিতরণের পরে সালাউদ্দিন আইয়ুবী বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক সংগঠন। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কাপাসিয়ার অবহেলিত জনগণের মধ্যে যারা দীর্ঘদিন সুপেয় পানির অভাবে ভোগছিলেন, তাদের কাছে পৌঁছে টিউবওয়েল বিতরণ করেছি। এই ধরনের মানবিক কার্যক্রম আমরা অব্যাহত রাখব। জনগণের দুঃখ-দুর্দশা মেটানোর চেষ্টা আমাদের সর্বদা চলবে।’