পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জাহাঙ্গীর পুঠিয়া পৌর সদরের কাঠালবাড়িয়া এলাকার আবুল কালামের ছেলে। তিনি পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
থানা সূত্রে জানা গেছে, পুঠিয়া থানায় বিশেষ ক্ষমতা ও সন্ত্রাসবিরোধী আইনে করা মামলা এবং নাশকতা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। সে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করে আসছিলেন।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, নির্বাচন উপলক্ষে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ এ অভিযান পরিচালনা করা হচ্ছে। তার অংশ হিসেবে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে।



