হাদির ওপর হামলার প্রতিবাদে শাবিতে সাদা দলের মানববন্ধন

সরকারকে জনগণের প্রতিবাদের ভাষা বুঝতে হবে— অনুধাবন করতে হবে। আমরা হাদির ওপর হামলার ঘটনার সুবিচার চাই।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
শাবিতে সাদা দলের মানববন্ধন
শাবিতে সাদা দলের মানববন্ধন |নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি-জামাতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর পৌনে একটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রক্টর অধ্যাপক মো: মোখলেছুর রহমান বলেন, ‘ওসমান হাদির কথা ও কাজে আমি কখনো পার্থক্য দেখিনি। ওনি যা বলেছেন, তা করে দেখিয়েছেন। রাষ্ট্রের মৌলিক দায়িত্ব, জনগণের মৌলিক অধিকার, যে রাষ্ট্র তাকে নিরাপত্তা দিবে। বর্তমান সরকার অনেকগুলো ভাল কাজ করলেও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমি অবাক হয়, সরকার-ফারুকী সাহেব নিজে এ হামলার ঘটনার প্রতিবাদ জানাচ্ছে, এটা হাস্যকর। সরকারকে জনগণের প্রতিবাদের ভাষা বুঝতে হবে— অনুধাবন করতে হবে। আমরা হাদির ওপর হামলার ঘটনার সুবিচার চাই। একইসাথে ভবিষ্যতে যেন হাদির মতো কেউ হামলার শিকার না হয়, সেটাও সরকারকে দায়িত্ব নিয়ে নিশ্চিত করতে হবে।’

শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘যারা জুলাই আন্দোলন করেছে, তাদের ওপর হামলা হওয়ার কথা আগেই থেকেই ছিল। কিন্তু তাদেরকে রাষ্ট্র নিরাপত্তা না দিয়ে বরং হামলার সম্মুখীন করা হল। সরকার এ হামলার দায়ভার এড়াতে পারবে না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি যে আপনি অতিসত্বর হাসনাত এবং অন্যান্য যারা আছে জুলাই বিপ্লবী তাদের নিরাপত্তার ব্যবস্থা করুন। কারণ এ রাষ্ট্রের টিকে থাকার জন্য এ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এ হাদিদের দরকার।’

তিনি আরো বলেন, ‘আমরা আজকে এ মানববন্ধন থেকে স্পষ্ট করে বলতে চাই যে আমরা দুর্বল নয়। আমাদের একজন হাদি দুইজন হাদিকে মেরে ফেললেও আমরা লক্ষ লক্ষ হাদি আছি। আমাদের সবাইকে মারা যাবে না। কাজেই দুষ্কৃতিকারী যারা এ হামলা ন্যক্কারজনক হামলা করেছো, তোমরা অতিসত্বর সাবধান হয়ে যাও। তোমরা বিজয় লাভ করতে পারবে না।’

এ সময় সাদা দলের সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক এছাক মিয়া, সহকারী প্রক্টর অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া।