ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালিয়ে জব্দকৃত ড্রেজার ছিনিয়ে নিয়েছে কিশোরগঞ্জের ভৈরবের বালু সিন্ডিকেট। এ ঘটনায় সরকারি কাজে বাধা প্রদান, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কর্মকর্তাদের হত্যার হুমকি ও জব্দকৃত ড্রেজার ছিনতাইয়ের অভিযোগে আশুগঞ্জ থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গাড়িচালক মো: জীবন মিয়া এ মামলা দায়ের করেন।
এর আগে, ভোরে আশুগঞ্জের ইউএনও রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে মেঘনা নদীর চর সোনারামপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পাঁচটি ড্রেজার ও পাঁচটি বাল্কহেড জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নরসিংদীর রায়পুরার আমজাদ হোসেন ও কিশোরগঞ্জের ভৈরবের মোহাম্মদ আলীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
পরে জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড নদীর তীরে আনার সময় ‘মরিয়ম’ নামের একটি ড্রেজারে ভৈরবপুর এলাকার দুর্বৃত্তরা হামলা চালায়। তারা ড্রেজারটি ছিনিয়ে নেয় এবং ইউএনওসহ কর্মকর্তাদের হত্যার হুমকি দেয়।
মামলার আসামিরা হলেন ভৈরবপুর এলাকার সোনা মিয়ার ছেলে তারেক মিয়া (৫০), হানিফ মিয়ার ছেলে রাজু মিয়া (৪০), জুরু মেম্বারের ছেলে শহিদুল হক ইমন (৪২), কাওছার মিয়ার ছেলে লাদেন (২৮), হানিফ মিয়ার ছেলে মানিক মিয়া (২৫), মাসুদ মোল্লা (৩৮) ও জিল্লুর রহমানের ছেলে সোহান মিয়া (৩৬)।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: খাইরুল আলম বলেন, অভিযোগ পেয়ে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।