সিলেটে শাহপরান থানা জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন

আমরা আধুনিক সিলেট গড়তে চাই : মাওলানা হাবিবুর রহমান

মাওলানা হাবিবুর রহমান বলেন, ‘পতিত ফ্যাসিস্ট সরকার আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামায়াতকে নিশ্চিহ্ন করতে ষড়যন্ত্র করেছে। হামলা-মামলা, জুলুম-নিপীড়ন চালিয়েছে। কিন্তু জামায়াত স্বমহিমায় দেশের রাজনীতিতে সক্রিয় থাকলেও ফ্যাসিস্টরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet Sadar
সিলেটে শাহপরান থানা জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন
সিলেটে শাহপরান থানা জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন |নয়া দিগন্ত

‘সিলেটের উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে বিশেষ দৃষ্টি দিতে হবে’ জানিয়ে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমির ও সিলেট-১ আসনের এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘সম্মিলিতভাবে আমরা আধুনিক সিলেট গড়তে চাই।’

রোববার (২৫ মে) রাতে সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা হাবিবুর রহমান বলেন, ‘আমরা সন্ত্রাস, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চাই। প্রবাসী অধ্যুষিত অর্থনৈতিক সম্ভাবনাময় অঞ্চল হলেও বিভিন্ন দিক থেকে সিলেটের পিছিয়ে থাকা দুঃখজনক। বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে সিলেটের প্রতিনিধি না থাকা আমাদের জন্য হতাশার। বিষয়টি সরকারের বিবেচনায় নিতে হবে।’

তিনি আরো বলেন, ‘পতিত ফ্যাসিস্ট সরকার আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামায়াতকে নিশ্চিহ্ন করতে নানা ষড়যন্ত্র করেছে। হামলা-মামলা, জুলুম-নিপীড়ন চালিয়েছে। কিন্তু জামায়াত স্বমহিমায় দেশের রাজনীতিতে সক্রিয় থাকলেও ফ্যাসিস্টরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এ থেকে রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে। সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাটের রাজনীতি করলে ইতিহাস কাউকে ক্ষমা করবেনা। এ দেশটা আমাদের, আমরাই দেশকে সাজাবো। এজন্য জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। সকল কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনকে প্রাধান্য দিতে হবে।’

থানা আমির মুহাম্মদ শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি নজরুল ইসলামের পরিচালনায় মেন্দিবাগস্থ একটি রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট অঞ্চল টিমের সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট মহানগর সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন। দারসুল কোরআন পেশ করেন বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।

এছাড়াও সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- শাহপরান পশ্চিম থানা থানা নায়েবে আমির আব্দুর রব, সহকারী সেক্রেটারি সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপন, মাওলানা আহমদ হোসাইন, জামায়াত নেতা অ্যাডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, জাবেদ আহমদ, আহমদ আল মাসউদ ওআক্কাস আলী প্রমুখ।