লালমনিরহাট-৩ আসনে জামায়াতের প্রার্থী আবু তাহের

সমাবেশের প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম বলেন, বাংলাদেশ এখন জামায়াতে ইসলামীর কাজের জন্য ঊর্বর ক্ষেত্র। লালমনিরহাট জেলা জামায়াতের জনসমৃদ্ধ এলাকা। আগামী সংসদ নির্বাচনে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ঘুষ-দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ ও দখলমুক্ত সর্বোপরি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট

Location :

Lalmonirhat
অ্যডভোকেট আবু তাহের
অ্যডভোকেট আবু তাহের |নয়া দিগন্ত

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট (সদর)-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী হিসেবে দলটির জেলা আমির অ্যডভোকেট আবু তাহেরকে মনোনয়ন দেয়া হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) লালমনিরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সদর-৩ আসনের নির্বাচন বিষয়ক পরিচালক হাফেজ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, লালমনিরহাট-৩ আসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে অনু্ষ্ঠিত সমাবেশে প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম। অ্যাডভোকেট আবু তাহেরকে লালমনিরহাট-সদর -৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই আবু তাহের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন।

এদিকে প্রার্থী ঘোষণার খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা। জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস।

সমাবেশের প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম বলেন, বাংলাদেশ এখন জামায়াতে ইসলামীর কাজের জন্য ঊর্বর ক্ষেত্র। লালমনিরহাট জেলা জামায়াতের জনসমৃদ্ধ এলাকা। আগামী সংসদ নির্বাচনে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ঘুষ-দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ ও দখলমুক্ত সর্বোপরি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি লালমনিরহাট জেলাবাসীর প্রত্যাশা পূরণে তারুণ্যের প্রতীক অ্যাডভোকেট আবু তাহেরকে দাঁড়িপাল্লা মার্কায় বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী তৎপরতা জোরদার করার জন্য উপস্থিত দায়িত্বশীলদের প্রতি তিনি আহ্বান জানান।