রংপুরের চার্জার ভ্যান উল্টে প্রাণ গেলো বৃদ্ধার

এতে ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হলে রোমিচা বেগমকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই মারা যান তিনি।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো
সংগৃহীত

রংপুরে চার্জার ভ্যান উল্টে রোমিচা বেগম নামের ৮০ বছরের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে শঠিবাড়ী টু ছড়ান-বালুয়া রোডের উদয়পুর ধাপ বাজার এলাকায় এই দুর্ঘনা ঘটে।

রোমিচা বেগম (৮০) মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের বান্দের পাড়া (বাবুর হাট) এলাকার মৃত্যু আব্দুস ছোবহান আকন্দের স্ত্রী।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, রোমিচা বেগম সন্ধ্যায় গাজীপুরে পোশাক শ্রমিক পুত্র ও তার নাতি-নাতনিদেরকে দেখতে স্থানীয় মোকতার হোসেনের চার্জার ভ্যান যোগে শঠিবাড়ী বাস কাউন্টারের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে একই ইউনিয়নের উদয়পুর ধাপ বাজারে পৌঁছলে আটোভ্যানটির চেইন প্লেট খুলে উল্টে যায়। এতে ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হলে রোমিচা বেগমকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই মারা যান তিনি।