শিবপুরে টিউশনির কথা বলে অপহরণ করা কলেজছাত্র উদ্ধার, গ্রেফতার ৩

শনিবার (৩১ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে শিবপুর মডেল থানা পুলিশ।

মো: আসাদুজ্জামান আসাদ, শিবপুর (নরসিংদী)

Location :

Shibpur
গ্রেফতার তিন অপহরণকারী
গ্রেফতার তিন অপহরণকারী |নয়া দিগন্ত

নরসিংদীর শিবপুরে টিউশনির কথা বলে অপহরণের শিকার সাইফুল ইসলাম নামের এক কলেজছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩১ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে শিবপুর মডেল থানা পুলিশ।

এর আগে শুক্রবার (৩০ মে) রাতে শিবপুর উপজেলার খড়িয়া এলাকা থেকে কলেজছাত্রকে উদ্ধার এবং আসামিদের গ্রেফতার করা হয়।

অপহৃত সাইফুল ইসলাম (২৬) রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকার বাইতুল মুকাদ্দাসের ছেলে।

গ্রেফতার তিনজন হলেন- পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বাড়ারচর এলাকার মনিরুজ্জামানের ছেলে ইফতিয়ার (২০), চরনগরদি এলাকার ফারুক মিয়ার ছেলে সিজান (১৯) এবং শিবপুর উপজেলার খড়িয়া গ্রামের মৃত মান্নান প্রধানের ছেলে নাঈম (১৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফেসবুকে টিউশনির বিজ্ঞাপন দিয়ে অপহরণ করে আসছিল একটি চক্র। প্রথমে চক্রটি বিভিন্ন পেজের মাধ্যমে ‘টিচার প্রয়োজন’ বিজ্ঞাপন দিত। বিজ্ঞাপন দেখে কেউ আগ্রহ প্রকাশ করলে তাকে ডেকে নেয়া হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে এলএলবি প্রথম বর্ষের ছাত্র সাইফুল ইসলামকে টিউশনির কথা বলে শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বন্যার বাজার এলাকায় আসতে বলে চক্রটি। পরে সেখান থেকে চক্রটির সদস্য ইফতিয়ার, সিজার ও নাঈম তিনজন মিলে তাকে শিবপুরের গোবিন্দি ও খড়িয়ার মধ্যবর্তী নির্জন খাল পাড় নিয়ে আটকে রেখে মারধর করে এবং তার কাছ থেকে টাকা কেড়ে নেয়।

একপর্যায়ে সাইফুলের ব্যবহৃত মোবাইল দিয়ে তার বাবা-ভাইয়ের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সাইফুলের বাবা ৯৯৯-এ ফোন দিয়ে বিস্তারিত জানান। পুলিশ সাইফুলকে উদ্ধারে অভিযানে নামে।

স্থানীয় লোকজনের সহায়তায় শিবপুর উপজেলার খড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে উদ্ধার করাসহ অপহরণকারী তিনজনকে আটক করে পুলিশ। এ সময় আসামিদের কাছ থেকে একটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

এ ঘটনায় সাইফুলের মা শিবপুর মডেল থানায় একটি মামলা করেছেন।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন বলেন, ‘শুক্রবার রাতে ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা অপহরণের শিকার সাইফুলকে উদ্ধারে নামি। পরে রাতেই তাকে উদ্ধার করে অপহরণকারী তিনজনকে গ্রেফতার করেছি।’