বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযাম হোসাইন হেলাল বলেছেন, ‘জনগণের সম্পদ লুটপাটকারীরা আবারো সুযোগ পেলে জাতিকে বিপদে ফেলে পালাবে।’
রোববার (২রা নভেম্বর) বরগুনার বামনা উপজেলার সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী বামনা উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিশাল জনসভা জনসমুদ্রে পরিণত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযাম হোসাইন হেলাল, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী- এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচন হবে বাংলাদেশকে গড়ার নির্বাচন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার নির্বাচন, বাংলাদেশে আল্লাহর আইন, সৎ লোকের শাসনসহ ইনসাফ কায়েমের নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। তাই দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বরগুনা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বরগুনা-২ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: সুলতান আহমেদ মজলিসে শূরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ বলেন- ‘আল্লাহর দয়ায় আমাদের দল ন্যায় ও ইনসাফের প্রতীক যদি নির্বাচিত হওয়ার সুযোগ পায়, তবে ইনশাআল্লাহ আমরা বরগুনা-১ ও ২ আসনে বরগুনা সরকারি ব্যবস্থাপনায় শিল্প কল-কারখানা স্থাপনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ভেঙে পড়া সড়ক ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও নদী ভাঙন এলাকাগুলোকে চিহ্নিত করে টেকসই বাঁধের ব্যবস্থা করা হবে। শিক্ষাব্যবস্থা আধুনিকায়ন, আদর্শবান, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা হবে। আমাদের লক্ষ্য শুধু ভোটে জয়ী হওয়া নয় বরং আমাদের লক্ষ্য হবে ইসলামি ন্যায় ও ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গঠন করা।’
জামায়াতে ইসলামীর বামনা উপজেলা শাখার আমীর মাওলানা মো: সাইদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: সাইফুল্লাহ মানসুর-এর সঞ্চালনায বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মাওলানা আবু জাফর মো: সালেহ, সাবেক জেলা জামায়াতের আমির, মো: শামীম আহসান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বরগুনা জেলা, আ: জলিল আকন্দ, শূরা ও কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর জেলা, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরু রব মুর্তাযা আহসানসহ উপজেলা যুব বিভাগ, জামায়াতের জেলা-উপজেলার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা-প্রমুখ।
বিশেষ আকর্ষণ ছিল তরুণ কন্ঠশিল্পী অ্যাডভোকেট রোকুনুজ্জামান, পরিচালক তারার মেলা যশোর এর ইসলামী সংগীত পরিবেশনে জনসভা স্থল হয়ে উঠে প্রাণবন্ত।


