নরসিংদীর মাধবদীতে একটি ডেইরি ফার্ম থেকে চুরি হওয়া পাঁচটি হলেস্টান ফ্রিজিয়ান জাতের গাভী উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ মে) রাতে তথ্য প্রযুক্তির সহায়তা এবং স্থানীয় সোর্সের তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গাভীগুলো উদ্ধার করা হয়।
এর আগে, রোববার (২৫ মে) গভীর রাতে মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের তেতুলিয়া এলাকার সাইফুল ইসলাম নামের এক খামারির খামার থেকে গাভীগুলো চুরি হয়।
গ্রেফতাররা চোররা হলেন- মো: মোসলেম মিয়া, মো: নজরুল ইসলাম, মো: ওবায়দুল ইসলাম, মো: মনসুর মিয়া, মো: আব্দুল্লাহ ও মো: হৃদয় গাজী। তাদের সবার বাড়ি নরসিংদী, নারায়ণগঞ্জ ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।
মামলা সূত্রে জানা যায়, মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের তেতুলিয়া এলাকায় সাইফুল ইসলাম নামের এক খামারির খামার থেকে রোববার (২৫ মে) গভীর রাতে গাভীগুলো চুরি হয়। ঘটনার পরই মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলাটি দায়েরের দ্রুত সময়ের মধ্যে পুলিশ গরুগুলো উদ্ধার করতে সক্ষম হন।
নরসিংদীর মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘চুরির ঘটনার পরই তথ্য প্রযুক্তির সহায়তা এবং স্থানীয় সোর্সের তথ্যের ভিত্তিতে আমরা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করি। নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া পাঁচটি গরু উদ্ধার এবং চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।’
ওসি আরো জানান, উদ্ধার করা গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪ লাখ টাকা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।