ব্রহ্মপুত্রের ভাঙন প্রতিরোধে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ

নদী ভাঙন প্রতিরোধে ভাঙন কবলিত মানুষ একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক নুসরাত সুলতানাকে স্মারকলিপি দেন।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
ব্রহ্মপুত্রের ভাঙন প্রতিরোধে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ
ব্রহ্মপুত্রের ভাঙন প্রতিরোধে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ |নয়া দিগন্ত

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নকে ব্রহ্মপুত্রের হাত থেকে রক্ষার দাবিতে কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে কুড়িগ্রাম শহর থেকে নদী পথে ২২ কিলোমিটারসহ ৬২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্রহ্মপুত্র তীরবর্তী চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের প্রায় শতাধিক নদী ভাঙনকবলিত মানুষ কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে।

সমাবেশে চর উন্নয়ন কমিটি চর রাজিবপুর শাখার সদস্য সচিব আমিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।

পরে নদী ভাঙন প্রতিরোধে ভাঙন কবলিত মানুষ একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক নুসরাত সুলতানাকে স্মারকলিপি দেন।