গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আব্দুল খালেক মিয়া (৩৫) নামের এক পান ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার নাকাইহাট-সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে আব্দুল খালেক মিয়ার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
আব্দুল খালেক মিয়া স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাতে খালেক তার দোকান থেকে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে নাকাইহাটের পাশে তার গলা কাটা লাশ দেখতে পায় এলাকাবাসী। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ওই স্থানে লাশ রেখে গেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।