সাংবাদিক তুরাব হত্যা মামলা তদন্তে সিলেটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল টিম

তদন্তের অংশ হিসেবে বুধবার নগরীর কোর্ট পয়েন্ট-মধুবন সুপার মার্কেট সংলগ্ন (তুরাব চত্তর) সাংবাদিক তুরাব নিহতের ঘটনাস্থল দ্বিতীয়বার পরিদর্শন করেন তারা।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট পরিদর্শন করছেন তদন্তকারী কর্মকর্তারা
সিলেট পরিদর্শন করছেন তদন্তকারী কর্মকর্তারা |নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটে পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান এটিএম তুরাব হত্যা মামলা তদন্তে সিলেট সফর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তাগণ।

তদন্তের অংশ হিসেবে বুধবার (১৬ এপ্রিল) দুপুরে নগরীর কোর্ট পয়েন্ট-মধুবন সুপার মার্কেট সংলগ্ন (তুরাব চত্তর) সাংবাদিক তুরাব নিহতের ঘটনাস্থল দ্বিতীয়বার পরিদর্শন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার)। তার সাথে ছিলেন ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর শাহ আলম, আসলাম উদ্দিন ও সিলেট পিপিআইয়ের তদন্ত কর্মকর্তা মুরসালিন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই টিম গত ৩ দিন সিলেট-হবিগঞ্জ ও গোলাপগঞ্জের বিভিন্ন মামলার ঘটনাস্থল পরিদর্শন এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন।

জুলাই হত্যাকাণ্ডে সারা দেশের প্রায় ৩ শতাধিক মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংযুক্ত করা হয়েছে। যার মধ্যে সিলেটের শহীদ সাংবাদিক এটিএম তুরাবের মামলাটি রয়েছে। এছাড়াও সিলেটের গোলাপগঞ্জ এবং হবিগঞ্জের দু’টি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই সিলেট নগরের কোর্ট পয়েন্ট-মধুবন সুপার মার্কেট সংলগ্ন এলাকায় পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান এটিএম তুরাব। ওই মামলায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক ডিসি সাদেক কাউসার দস্তগীর ও পুলিশ কনস্টেবল উজ্জল সিনহা বর্তমানে কারাগারে রয়েছেন।