ময়মনসিংহ-৮ আসনে ধানের শীষের প্রার্থীকে ১৫ দলীয় জোটের সমর্থন

দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। তবে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনই প্রতিবার দেশকে মুক্তির পথে ফিরিয়ে এনেছে।

মো: আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

Location :

Mymensingh
ইয়ুথ ফোরামের সংবাদ সম্মেলন
ইয়ুথ ফোরামের সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মজেদ বাবুর প্রতি সমর্থন জানিয়েছেন ১৫ দলীয় সমমনা গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এ সমর্থন ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে মুহাম্মদ সাইদুর রহমান গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ‘দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। তবে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনই প্রতিবার দেশকে মুক্তির পথে ফিরিয়ে এনেছে।’

তিনি ১৯৭১ ও ২০২৪ সালের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘জিয়া পরিবারের অবদান ও ত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে অনস্বীকার্য। বর্তমান সঙ্কটময় পরিস্থিতিতে জনগণের ভোটে নির্বাচিত নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই দেশকে পুনরায় গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা সম্ভব।’

আগামী জাতীয় নির্বাচনে ময়মনসিংহ-৮ আসনে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মজেদ বাবুর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, লাল মিয়া এবং ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মুহাইমিনুল ইসলাম শিহাব।