আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) চার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিএমপি কমিশনার মো: শফিকুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বদলির ক্ষেত্রে এ বছর ভিন্নধর্মী পদ্ধতি গ্রহণ করে বিএমপি। বিভিন্ন থানায় দায়িত্ব পালনরত ওসিদের মধ্যেই লটারি করে নতুন দায়িত্ব নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
আদেশ অনুযায়ী— বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানকে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
এয়ারপোর্ট থানার ওসি মো: আল মামুন উল ইসলামকে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পাঠানো হয়েছে।
কাউনিয়া থানার ওসি মো: ইসমাইল হোসেনকে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
বন্দর থানার ওসি মো: রফিকুল ইসলামকে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
বিএমপি সূত্র জানায়, নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালন, মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে এ রদবদল করা হয়েছে।



