ভোলার ইসলামী বক্তাকে ছুরিকাঘাতে হত্যা করে ছেলে রেদোয়ান

পুলিশ হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে নিহতের ছেলে রেদেয়ানুল হককে (১৭) গ্রেফতার করেছে। শুক্রবার রাতে জেলার তজুমদ্দিন উপজেলা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শাহাদাত হোসেন শাহীন, ভোলা

Location :

Bhola
ভোলায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পুলিশ সুপার শরীফুল হক, ডানে নিহত ইসলামী বক্তা আমিনুল হক
ভোলায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পুলিশ সুপার শরীফুল হক, ডানে নিহত ইসলামী বক্তা আমিনুল হক |নয়া দিগন্ত

ভোলায় আলোচিত ইসলামী বক্তা আমিনুল হক নোমানী হত্যাকাণ্ডের ৭ দিনেই রহস্য উন্মোচিত হয়েছে। হত্যার সাথে জড়িত ছিলো তারই ছেলে। ছুরি দিয়ে নিজ হাতেই বাবাকে হত্যা করে সন্তান।

পুলিশ হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে নিহতের ছেলে রেদেয়ানুল হককে (১৭) গ্রেফতার করেছে। শুক্রবার রাতে জেলার তজুমদ্দিন উপজেলা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৩ সেপ্টম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার শরীফুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার শরীফুল হক আরও বলেন, হত্যার মিশনে রেদোয়ান একাই অংশ নিয়েছেন বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। বাবার কড়া শাসন মানতে না পেরে ক্ষোভে বাবাকে খুন করে ছেলে। খুন করতে সে ইউটিউবে বিভিন্ন ক্রাইম মুভি দেখে দক্ষতা অর্জন করে। অর্থাৎ কিভাবে আঘাত করলে মৃত্যু নিশ্চিত হবে সেটি জেনে নেয়। এ জন্য দুই মাস আগে থেকেই নিজের বাবাকে হত্যার প্রস্তুতি নেয়। এরপর হত্যার জন্য ছুরি, টি শার্ট, ক্যাপ ও হাতঘড়ি সংগ্রহ করে।

পুলিশ সুপার আরও বলেন, বাবার শাসনে ক্ষিপ্ত রেদোয়ান একবার নিজেই আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়, পরবর্তিতে সিদ্ধান্ত নেয় বাবাকে হত্যার। সে পরিকল্পনা অনুযায়ী গত ৬ সেপ্টেম্বর রাতে ঘরে একা পেয়ে বাবাকে খুন করে।

তবে এ খুনের সাথে ছেলের সাথে অরো কেউ জড়িত রয়েছে কিনা সেটিও তদন্ত করছে পুলিশ।

পুলিশ সুপার বলেন, রেদোয়ান বাবার সাথে রাগ করে মামার বাড়িতে থাকতো, তবে পড়াশুনা করতো বাবার মাদরাসায়।