ভাঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচে জনতার ঢল

দেশের নদনদীতে পানি না থাকায় নৌকা বাইচ হারিয়ে যাচ্ছে। অত্যাধুনিকতার যুগে গ্রাম বাংলার লোকজ সংস্কৃতি মৃতপ্রায়। এ ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রতি বছর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
ঐতিহ্যবাহী নৌকা বাইচে
ঐতিহ্যবাহী নৌকা বাইচে |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের ঝালডাঙ্গা বিলে অনুষ্ঠিত হলো আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্থপতি মুজাহিদ বেগের পৃষ্ঠপোষকতায়, আলামিনের দিকনির্দেশনায় এবং অত্র গ্রামের যুব সমাজের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। প্রতিযোগিতায় প্রায় ১০টি নৌকা অংশগ্রহণ করে। প্রথম স্থান অধিকার করেন আশফরদী গ্রামের ওয়াদুদ কাজী, দ্বিতীয় স্থান অধিকার করেন আব্দুল মান্নান এবং তৃতীয় স্থান অধিকার করেন বাবুল মাতব্বরের নৌকা।

চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে একটি করে ফ্রিজসহ প্রত্যেক অংশগ্রহণকারীকে রেফ্রিজারেটর ও এলইডি উপহার প্রদান করা হয়।

বিশ্বায়নের যুগে অত্যাধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার লোকজ সংস্কৃতি আজ মৃতপ্রায়। লাঠি খেলা, ময়ূরপঙ্খী নাওসহ নানা ঐতিহ্য থেকে বঞ্চিত হচ্ছে বর্তমান প্রজন্ম। এদিন ভাটির জনপদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে ঝালডাঙ্গা বিলের দু’পারে হাজারো জনতা ভিড় জমায়। কিশোর, তরুণ, মধ্যবয়সী, আবাল-বৃদ্ধ-বণিতা সবাই মিলিত হন এ মিলনমেলায়।

নৌকা বাইচ কমিটির আহ্বায়ক আলামিন বলেন, ‘স্থপতি মুজাহিদ বেগ একজন ক্রীড়াপ্রেমী মানুষ। যেখানে খেলাধুলা, সেখানেই তিনি। তিনি জনদরদী, অসহায় মানুষের আশ্রয়স্থল। তার মতো নেতাকে পেয়ে আমরা এলাকাবাসী ধন্য। হারিয়ে যাওয়া নৌকা বাইচকে পুনরায় ফিরিয়ে আনতে তিনি যেভাবে পাশে দাঁড়িয়েছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ।’

পুরো অনুষ্ঠানজুড়ে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্থপতি মুজাহিদ বেগ সাংবাদিকদের বলেন, ‘দেশের নদনদীতে পানি না থাকায় নৌকা বাইচ হারিয়ে যাচ্ছে। অত্যাধুনিকতার যুগে গ্রাম বাংলার লোকজ সংস্কৃতি মৃতপ্রায়। এ ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রতি বছর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যুব সমাজকে মাদকের নেশা থেকে দূরে রাখতে খেলাধুলা ও উন্নয়নমূলক কাজের বিকল্প নেই। আমি ও আমার পরিবার ভালো কাজের সঙ্গে আছি এবং থাকবো ইনশাল্লাহ।’