খুলনার ৬টি সংসদীয় আসনে মোট ৫৪টি মনোননয়নপত্র উত্তোলন করার পর জমা পড়েছে ৪৬টি। এরমধ্যে খুলনা-১ আসনে ১৩টি, খুলনা-২ আসনে ৪টি, খুলনা-৩ আসনে ১২টি, খুলনা-৪ আসনে ৫টি, খুলনা-৫ আসনে ৬টি এবং খুলনা-৬ আসনে ৬টি মনোনয়নপত্র জমা দেয়া হয়।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা রিটার্নিং অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
যারা দাখিল করেছেন তারা হলেন, খুলনা-১ আসনে ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায়, জাতীয় পার্টির জাহাঙ্গীর হোসেন, জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, সিপিবির কিশোর কুমার রায়, ইসলামী আন্দোলনের আবু সাঈদ, জেএসডির প্রসেন্জিৎ দত্ত, স্বতন্ত্র অচিন্ত কুমার মন্ডল ও গোবিন্দ হালদার, বিএনপির আমীর এজাজ খান, মাইনোরিটি জাতীয় পার্টির প্রবীর গোপাল রায়, খেলাফত মজলিসের ফিরোজুল ইসলাম, গল অধিকার পরিষদের জি এম রোকনুজ্জামান এবং সম অধিকার পরিষদের সুব্রত মন্ডল।
খুলনা-২ আসনে জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, খেলাফত মজলিসের শহিদুল ইসলাম ও ইসলামী আন্দোলনের আমানুল্লাহ।
খুলনা-৩ ইসলামী আন্দোলনের মো: আউয়াল, বিএনপির রকিবুল ইসলাম বকুল, স্বতন্ত্র আব্দুর রউফ মোল্যা, জামায়াতে ইসলামীর মাহফুজুর রহমান, স্বতন্ত্র মুরাদ খান লিটন, মইন মোহাম্মাদ মায়াজ, আবুল হাসতান সিদ্দীক ও আরিফুর রহমান মিঠু, বাসদের জর্নাদন দত্ত, খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশিদ, এনডিএমের শেখ আরমান হোসেন ও জাতীয় পার্টির আব্দুল্লাহ আল মামুন।
খুলনা-৪ ইসলামী আন্দোলনের ইউনুস আহম্মেদ শেখ, বিএনপির এস কে আজিজুল বারী, স্বতন্ত্র এস এম আজমল হোসেন, খেলাফত মজলিসের এস এম সাখাওয়াত হোসাইন ও জামায়াতে ইসলামীর কবিরুল ইসলাম।
খুলনা-৫ জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার, বিএনপির মোহাম্মাদ আলী আসগার, ইসলামী আন্দোলনের শেখ মুজিবুর রহমান, সিপিবির চিত্ত রঞ্জন গোলদার, জাতীয় পার্টির শামিম আরা পারভিন (ইয়াসমিন) ও খেলাফত মজলিসের আব্দুল কাইউম জমাদ্দার।
খুলনা-৬ জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ, বিএনপির এস এম মনিরুল হাসান (বাপ্পী), স্বতন্ত্র আছাদুল বিশ্বাস, জাতীয় পার্টির মোস্তফা কামাল জাহাঙ্গীর, ইসলামী আন্দোলনের আছাদুল্লাহ ফকির ও সিপিবির প্রশান্ত কুমার মন্ডল।



