ফেনীতে র‍্যাব পরিচয়ে ইসলামী ব্যাংকের ৮ লাখ টাকা ছিনতাই

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মাতুভূঞা ব্রীজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni

ফেনীর দাগনভূঞায় ইসলামী ব্যাংক অ্যাজেন্ট ব্যাংকিংয়ের বেকেরবাজার আউটলেটের দুইজনকে মারধর করে হাতে হ্যান্ডকাফ লাগিয়ে গাড়িতে তুলে ৮ লাখ টাকা ছিনতাই করেছে দুষ্কৃতকারীরা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মাতুভূঞা ব্রীজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ‘দাগনভূঞা শাখা থেকে সেবা দেয়ার লক্ষ্যে বেকেরবাজার আউটলেটের পিয়ন মকবুল আহম্মদ ও মার্কেটিং অফিসার ওয়াসিম উদ্দিন আট লাখ টাকা নিয়ে বেকেরবাজার আসছিলেন। পথিমধ্যে তারা মাতুভূঞা আসলে দেখতে পান যে, একটি সাদা প্রাইভেটকার ও কয়েকজন ব্যক্তি র‍্যাবের পোশাক পরা। তারা ওই রাস্তায় কাউকে দাঁড়াতে দিচ্ছেন না। এসময় ব্যাংকের লোকজনকে বহনকারী সিএনজি এলে সেটি থামিয়ে তাদের মারধর করে ও হাতে হ্যান্ডকাফ লাগিয়ে চোখ বেঁধে ফেলে। পরে তাদের সেনবাগ রাস্তার মাথায় ফেলে দিলে চিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে।’

এসময় একজনের পকেটে থাকা প্রায় ১৬ হাজার টাকাও তারা নিয়ে যায়। পরে তারা প্রাথমিক চিকিৎসা শেষে বেকেরবাজার ফিরে আসেন।

বেকেরবাজার ইসলামী ব্যাংক আউটলেটটির পরিচালক মহি উদ্দিন জানান, ‘আমরা সারাদিনই চেষ্টা করেছি তাদের কোনোরকমে শনাক্ত করা যায় কিনা। এখন থানায় অভিযোগ করছি।’

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, ‘এ ঘটনার রহস্য উদঘাটনে ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে। আমরা খুব দ্রুত আইনানুগ প্রক্রিয়ায় আসামিদের ধরতে পারবো।’