চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
গণমিছিলটি ফটিকছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গণমিছিলে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মিছিল চলাকালে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ চাই, ফটিকছড়ির উন্নয়নে সৎ নেতৃত্ব চাই। এতে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত ও ১১ দলের সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, আমি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। ফটিকছড়িবাসীর মৌলিক অধিকার- শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান অঙ্গীকার। আল্লাহ যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন, তাহলে এই জনপদকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত ফটিকছড়ি হিসেবে গড়ে তুলব।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে ফটিকছড়ির মানুষ অবহেলিত। উন্নয়নের নামে লুটপাট হয়েছে, সাধারণ মানুষের কণ্ঠস্বর উপেক্ষিত থেকেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় নয়, বরং সেবায় বিশ্বাস করে। জনগণের আমানত রক্ষা করাই আমাদের রাজনীতির মূলনীতি।
মিছিল ও সমাবেশে আরো বক্তব্য রাখেন- চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম ও ১১ দলের নেতৃবৃন্দসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তার নেতৃত্বে ফটিকছড়িতে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।



