শহীদ হাদির মাগফিরাত কামনায় চট্টগ্রামে শ্রমিক কল্যাণের দোয়া মাহফিল

শুক্রবার বাদ জুমা নগরীর বাইতুল আরাফ জামে মসজিদে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
শহীদ হাদির মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
শহীদ হাদির মাগফিরাত কামনায় দোয়া মাহফিল |নয়া দিগন্ত

শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা নগরীর বাইতুল আরাফ জামে মসজিদে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে ফেডারেশনের মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, ‘শহীদ ওসমান হাদি ছিলেন জুলাইয়ের বিপ্লবী যোদ্ধা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতির সাহসী কণ্ঠস্বর। তিনি জীবন দিয়ে নিজেকে একজন আপসহীন দেশপ্রেমিক প্রমাণ করে গেছেন।’

তিনি বলেন, ‘হাদির সাহসী উচ্চারণ ও কর্মকাণ্ডে ভারতীয় চর ও ষড়যন্ত্রকারীরা আতঙ্কিত হয়ে তাকে ঘৃণ্য ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করেছে। তবে এক হাদীকে হত্যা করে তারা দেশপ্রেমিক চেতনাকে দমিয়ে রাখতে পারেনি বরং কোটি তরুণকে দেশপ্রেমে উজ্জীবিত করেছে।

দোয়া মাহফিলে ফেডারেশনের মহানগর সহ-সভাপতি মকবুল আহমেদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, দফতর সম্পাদক স ম শামীম, বন্দর থানা সভাপতি মুজাহিদুল ইসলাম আদনান, ইপিজেড থানা সভাপতি শহিদুল ইসলাম, পাহাড়তলী থানা সভাপতি জাফর আহমদ, বন্দর ইসলামী শ্রমিক সঙ্ঘের সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন প্রমুখ উপস্থিত ছিলেন।