যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের সমাবেশ ও র‌্যালি

‘এই আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব হবে এবং একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক দেশ গড়া যাবে।’

নূরুল মোস্তফা কাজী, চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে যুবদলের র‌্যালি
প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে যুবদলের র‌্যালি |নয়া দিগন্ত

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, ‘গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যুবসমাজকে নিয়ে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এই লক্ষ্যে যুবদল বিভিন্ন সময়ে কর্মসূচি ঘোষণা করেছে এবং তরুণ সমাজকে এই আন্দোলনে যুক্ত হতে উৎসাহিত করা হচ্ছে। এই আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব হবে এবং একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক দেশ গড়া যাবে।’

তিনি বলেন, ‘সংগঠনের ৪৭ বছরের এ যাত্রায় অনেক বাধা এলেও গণতন্ত্রের জন্য সংগ্রাম থামেনি, থামবেও না। নতুন প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধে গড়ে তুলতে কাজ করবে যুবদল। সেইসাথে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।’

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জমিয়তুল ফালাহ জামে মসজিদ ময়দানে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম ও মো: সেলিম খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবদুল গফুর বাবুল, সাহাব উদ্দিন হাসান বাবু, মো: মুসা, মিয়া মোহাম্মদ হারুন, হায়দার আলী চৌধুরী, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান, অরূপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, শাহীন হাওলাদর, গুলজার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।