চৌদ্দগ্রামে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় ভারতীয় নাগরিক আটক

টহল দেয়ার সময় বাংলাদেশের ১০০ মিটার অভ্যন্তরে শ্রী বাবুলকে ঘুরাফেরা করতে দেখে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

Location :

Chauddagram
আটক শ্রী বাবুল চন্দ্রনাথ
আটক শ্রী বাবুল চন্দ্রনাথ |নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে শ্রী বাবুল চন্দ্রনাথ নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আনন্দপুর বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার মো: হালিম।

এর আগে বুধবার রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের দুর্গাপুরে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক শ্রী বাবুল চন্দ্রনাথ (৬৫) ভারতের পশ্চিমবঙ্গ বিভাগীয় নদীয়া জেলার মায়াপুর থানার গৌরনগর গ্রামের পরলোকগত প্রকাশ চন্দ্র নাথের ছেলে।

বিজিবি জানায়, আনন্দপুর বিওপি ক্যাম্প বিজিবির একটি টিম বুধবার রাতে ভারত সীমান্তবর্তী দুর্গাপুরের ২১১২/৪-এস পিলার এলাকায় টহল দেয়ার সময় বাংলাদেশের ১০০ মিটার অভ্যন্তরে শ্রী বাবুলকে ঘুরাফেরা করতে দেখে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। ঘটনায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক শেষে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘সুবেদার হালিম অবৈধ অনুপ্রবেশের দায়ে শ্রী বাবলু চন্দ্র নাথ নামে একজনকে আসামি করে থানায় মামলা করেছে।’