শিল্পাঞ্চল আশুলিয়ায় অগ্নিকাণ্ডে দোকান ও শ্রমিক কলোনির ১৩ কক্ষ ভস্মিভূত হয়েছে। এসময় কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি শহীদনগর এলাকার মনির হোসেনের মালিকানাধীন কলোনিতে আগুনের এ ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, সন্ধ্যায় ওই শ্রমিক কলোনির একটি মিটার থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যেই আগুন অন্য কক্ষে এবং পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে গাজীপুর সিটির সারাবো থেকে দুইটি ইউনিট এবং ডিইপিজেড থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে আসলেও দুইটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে জিরানী সড়কের মাথায় অটোরিকশার জ্যাম থাকায় ফায়ারসার্ভিসের গাড়ি ঢুকতে বেগ পেতে হয়েছে। এতে সময় বেশি লেগেছে এবং ক্ষয়ক্ষতিও বেশি হয়েছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরো জানান, শ্রমিক কলোনি ও পাশের দোকান মিলে ১৩টি কক্ষ পুড়ে গেছে। কেউ কেউ কিছু মালামাল বের করতে পেরেছে এবং বাকীগুলো পুড়ে গেছে। প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং বৈদ্যুতিক গোলযোগের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।



