কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপনকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩১ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৌরসদরের চরপাকুন্দিয়া এলাকায় অবস্থিত নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পাকুন্দিয়া থানা পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছ বলে জানিয়েছে পুলিশ। আজ দুপুরে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার আওয়ামী লীগ নেতা মোতায়েম হোসেন স্বপন পৌরসদরের চরপাকুন্দিয়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক চান্দু মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) বিনয় সরকার গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করে বলেন, একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারিক কার্যক্রমের জন্য তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।



