রাঙ্গামাটিতে ভারী বৃষ্টির মধ্যে ঘরের উপর দেয়াল ধসে পড়ে দু’জন আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
রোববার (২৭ জুলাই) মধ্যরাতে রাঙ্গামাটি সদর হাসপাতালের নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের পাশে এ ঘটনা ঘটে।
এছাড়া রাঙ্গামাটিতে টানা বর্ষণে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের সতর্কতা বাড়ানো হয়েছে। রাঙ্গামাটি পৌরসভা, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। ভারী বর্ষণ হলে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে।
এদিকে কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়তে থাকায় রাঙ্গামাটির বাঘাইছড়ি বরকল জুড়াছড়ি লংগদু বিলাইছড়ির নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। এতে রাঙ্গামাটি জেলার নিম্নাঞ্চল এলাকায় বন্যার আশঙ্কা করছে এলাকাবাসী। কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে।
পিডিবি সূত্র জানায়, সোমবার (২৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ১০৪ দশমিক ৬৭ ফুট মীনস সি লেভেল। সাধারণত লেকে ১০৮ ফুট মীনস সি লেভেল অতিক্রম করলে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি স্পীল ওয়ে তথা জলকপাট পর্যায়ক্রমে খুলে দেয়ার প্রয়োজন হয়।