বেঞ্চ সঙ্কটে ইউএনও বরাবর দাখিল মাদরাসার শিক্ষার্থীদের অভিযোগ

শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা আশা করছেন—অভিযোগের পর প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং শিক্ষার্থীদের জন্য উপযোগী পাঠদানের পরিবেশ নিশ্চিত করবে।

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

Location :

Debiganj
শেখবাধা রিয়াজিয়া দাখিল মাদরাসায় দীর্ঘদিন ধরে তীব্র বেঞ্চ সঙ্কট চলছে
শেখবাধা রিয়াজিয়া দাখিল মাদরাসায় দীর্ঘদিন ধরে তীব্র বেঞ্চ সঙ্কট চলছে |ছবি : নয়া দিগন্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শেখবাধা রিয়াজিয়া দাখিল মাদরাসায় দীর্ঘদিন ধরে তীব্র বেঞ্চ সঙ্কটে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। বসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত। এ অবস্থায় শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে তাদের দেয়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মাদরাসায় ক্লাসরুমে শিক্ষার্থী সংখ্যা দিন দিন বাড়লেও সেই অনুযায়ী বেঞ্চ সরবরাহ করা হয়নি। এতে তাদের পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে দাখিল স্তরের শিক্ষার্থীদের জন্য এ সঙ্কট আরো ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে।

এছাড়া অভিযোগে আরো বলা হয়, শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে মাদরাসায় দ্রুত প্রয়োজনীয় বেঞ্চ বরাদ্দ দেয়া অত্যন্ত জরুরি। তারা ইউএনওকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি খালিদ বিন সায়েদ বিষয়টি স্বীকার করে বলেন, আমি বেঞ্চ সঙ্কটের কথা শোনার পর ২০ সেট বেঞ্চ তৈরি করে দিয়েছি। আরো যদি সঙ্কট থাকে তাহলে দ্রুত বেঞ্চের ব্যবস্থা করে দেব।

শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা আশা করছেন—অভিযোগের পর প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং শিক্ষার্থীদের জন্য উপযোগী পাঠদানের পরিবেশ নিশ্চিত করবে।